মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে আক্রমণ ভাগ তৈরি করা হয়েছে।
মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সহায়তায় টাইগারদের স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। তাইজুল ২০২২ সালে হারারেতে শেষ ওয়ানডে এবং ২০২০ সালে ঘরের মাঠে শেষ ওয়ানডে খেলেন।
ইংল্যান্ডের দুই স্পিনার মঈন আলী ও আদিল রশিদ মাঠে নামবে।
এই সিরিজটি স্পিন বোলারদের জন্য একটি চ্যালেঞ্জিং যুদ্ধক্ষেত্র হবে বলে আশা করা হচ্ছে। উচ্চতর স্পিন বোলিং দক্ষতা সম্পন্ন দলটি সম্ভবত শীর্ষে থাকবে এবং সিরিজ জয়ের সম্ভাবনা বেশি থাকবে।
আগের ১১টি ওয়ানডে ম্যাচের মধ্যে আট ম্যাচে হেরেছে ইংল্যান্ড। অন্যদিকে নিজেদের মাঠে শেষ ১৫ ম্যাচের মধ্যে ১২টিতে জয় নিয়ে অনুকূল অবস্থায় রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশীদ, জফরা আর্চার ও মার্ক উড।
—-ইউএনবি
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি