সাতক্ষীরার নিহত ১০ পুলিশ সদস্যের পরিবারবর্গকে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার দেয়া হয়েছে।
পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে বুধবার (১ মার্চ) জেলা পুলিশ লাইন্স মাঠে সাতক্ষীরায় শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতীকী শ্রদ্ধা মঞ্চে শ্রদ্ধাঞ্জলী দেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।
শ্রদ্ধা শেষে বিভিন্ন সময়ে দায়িত্বপালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে আলোচনা সভায় অংশ নেন সাতক্ষীরা জেলা পুলিশের কর্মকর্তারা।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে যারা মারা গেছেন তাদের ত্যাগ পুলিশ বাহিনী সব সময় শ্রদ্ধাভরে স্মরণ করবে। নিহতদের পরিবারের যে কোন সমস্যায় আমরা পাশে থাকবো।
আলোচনা শেষে সাতক্ষীরার নিহত দশ পুলিশ সদস্যদের পরিবারবর্গকে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ উপহার দেয়া হয়।
—ইউএনবি

আরও পড়ুন
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী সাইফুর রহমান রানার প্রতিনিধি সমাবেশ
কমলগঞ্জে ২৫টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ
কুমিল্লায় ৪ ডাকাত গ্রেফতার। দেশীয় অস্রসহ ২ পিকআপ উদ্ধার