নিজস্ব প্রতিবেদক:
মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত পথে মোট ৯টি স্টেশন রয়েছে। এরমধ্যে পাঁচটি চালু হওয়ায় এখন বাকি আছে চারটি। উদ্বোধনের অপেক্ষায় থাকা এ চার স্টেশন চলতি মাসেই খুলে দেওয়া হবে। এমনটিই জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। এর চারটি স্টেশন হলো উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন। বুধবার (১লা মার্চ) মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএলের ম্যানেজার মো. মাহফুজুর রহমান। তিনি বলেন, আমরা সব স্টেশন ধারাবাহিকভাবে খুলে দিচ্ছি। এরই ধারাবাহিকতায় মেট্রোরেলের পাঁচ নম্বর স্টেশন মিরপুর-১০ বুধবার (১লা মার্চ) খুলে দেওয়া হলো। আগারগাঁও থেকে উত্তরা রুটে মোট ৯টি স্টেশন। এরমধ্যে উদ্বোধনের বাকি ৪টি। চলতি মাসেই এ চবার স্টেশন চালু করবো। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আমরা যে কোনো সময় উদ্বোধনের জন্য প্রস্তুত। বুধবার (১লা মার্চ) থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো মিরপুর-১০ নম্বর স্টেশনটি। এদিন সকাল ৮টায় নতুন স্টেশনের গেট খুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার ও মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হলো। গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের শুভ উদ্বোধন করেন। প্রথম দিনই চালু হয় উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশন দুটি। উদ্বোধনের দিন উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত পথে মেট্রোরেলে ভ্রমণ করেন প্রধানমন্ত্রী। পরদিন ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর একে একে আরও দুটি স্টেশন চালু হয়। এর মধ্যে গত ২৫ জানুয়ারি পল্লবী স্টেশন ও গত ১৮ ফেব্রুয়ারি চালু হয় উত্তরা সেন্টার স্টেশন। এবার পঞ্চম স্টেশন হিসেবে চালু হলো মিরপুর-১০ নম্বর স্টেশন। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত পথে মোট ৯টি স্টেশন রয়েছে। এরমধ্যে পাঁচটি চালু হওয়ায় এখন বাকি আছে চারটি। উদ্বোধনের অপেক্ষায় থাকা এ চার স্টেশনের মধ্যে রয়েছে উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন।
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও