January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 2nd, 2023, 8:19 pm

ভারতের তীব্র সমালোচনায় হেইডেন

অনলাইন ডেস্ক :

ইন্দোরে চলমান ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের তৃতীয় টেস্টেও স্পিনারদের রাজত্ব চলছে। দুই দিনেই দুই দলের প্রথম ইনিংস শেষ। ভারত নেমেছে দ্বিতীয় ইনিংস খেলতে। ম্যাচের ষষ্ঠ ওভারেই আক্রমণে স্পিন। প্রথম ওভার থেকেই বলে বিশাল বাঁক। ধীরগতি আর নিচু বাউন্স তো ছিলই। টেস্ট ম্যাচে এমন উইকেটে খেলার কঠোর সমালোচনা করলেন সাবেক অজি তারকা ম্যাথু হেইডেন। ইন্দোরে প্রথম দিনেই ১৪ উইকেটের পতন হয়েছে! ভারত অল-আউট হয়েছে মাত্র ১০৯ রানে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ১৯৭ রানে প্যাকেট হয়ে গেছে। মুড়ি মুড়কির মতো উইকেট শিকার করছেন জাজেদা-লায়ন-কুনেমানরা। এই সিরিজের ধারাভাষ্যকার হিসেবে কাজ করা হেইডেন ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে বলেন, ‘এই কারণেই এরকম কন্ডিশন নিয়ে আমার আপত্তি। টেস্ট ম্যাচের ষষ্ঠ ওভারে কোনো অবস্থায় কোনোভাবেই একজন স্পিনার আক্রমণে আসতে পারে না!’ হেইডেন আরও বলেছেন, ‘৪.৮ ডিগ্রি টার্ন মানে বিশাল টার্ন! এরকম টার্ন হয়তো ম্যাচের তৃতীয় দিনে প্রত্যাশা করা যায়। প্রথম দিনের সকালে নয়। ব্যাটারদের তো কিছু সুযোগ দিতে হবে খেলার! স্পিন বোলারদের স্বর্গ বানানো জরুরি নয়, প্রথম দিন থেকেই বল এতটা নিচু হতে পারে না, প্রথম দিনেই এক মাইল টার্ন করতে পারে না! প্রথম থেকেই ম্যাচ দ্রুত এগোতে পারে না। টেস্ট ম্যাচে তো চতুর্থ-পঞ্চম দিন বলে কথা আছে! নইলে ¯্রফে তিন দিনের ম্যাচ ঘোষণা দিয়ে দিলেই তো হয়। যেভাবে খেলা এগোচ্ছে, দর্শকদের জন্য আমার দুঃখ হচ্ছে যে, চতুর্থ দিনের টিকেট নিয়ে তারা কী করবেন!’