January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 2nd, 2023, 8:22 pm

সৌদি প্রো লিগ : ফেব্রুয়ারি মাসের সেরা রোনালদো

অনলাইন ডেস্ক :

এশিয়ায় আসার পর দ্রুতই সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে মানিয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ পর্যন্ত চার ম্যাচে ৮ গোল ও দুটি এ্যাসিস্ট করেছেন। যার পুরস্কার হিসেবে এবার তিনি সৌদি প্রো লিগে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডে ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে সৌদি ক্লাবটিতে যোগ দেবার পর এটাই রোনালদোর প্রথম ব্যক্তিগত কোনো অর্জন। গত ৩ ফেব্রুয়ারি আল ফাতেহর সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে শেষভাগে পেনাল্টি থেকে রোনালদো নিজের তৃতীয় ম্যাচে প্রথম লিগ গোল করেন। চারদিন পর রোনালদো মৌসুমে সেরা পারফমেন্স দেখিয়ে করেন হ্যাটট্রিকসহ চার গোল। এর মাধ্যমে রোনালদো ক্যারিয়ারে ৫০০ লিগ গোলের মাইলফলক ছাড়িয়ে গেছেন। রোনালদোর চার গোলে আল ওয়েহদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন আল নাসর। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘চার গোল করার অনুভূতিই ভিন্ন। লিগ ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি দলের জয়ে অবদান রাখতে পেরেছি।’ ১৭ ফেব্রুয়ারি আল-টাউনের বিপক্ষে রোনালদো আল নাসারের ২-১ গোলের জয়ের ম্যাচটিতে দুটি গোলই করেছেন। এরপর ডালমাকের বিপক্ষে আবারো হ্যাটট্রিক করেছেন, ম্যাচটিতে রোনালদোর দল ৩-০ গোলে জয়ী হয়। এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে রোনালদো মাত্র পাঁচটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু এখন সতীর্থ এ্যান্ডারসন টালিসকার থেকে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মাত্র পাঁচ গোল দুরে রয়েছে। সৌদি প্রো লিগে ১৩ গোল করে এই তালিকায় এখনো শীর্ষে রয়েছেন টালিসকা।- বাসস