January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 3rd, 2023, 8:02 pm

ধর্ষনের অভিযোগ, হাকিমির বিরুদ্ধে তদন্ত শুরু

অনলাইন ডেস্ক :

আশরাফ হাকিমির বিরুদ্ধে কদিন আগে ওঠা ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। নতেহর প্রসিকিউশন অফিসের একজন কর্মকর্তা শুক্রবার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে হাকিমির মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগের চেষ্টা করে পারেনি। এর আগে এই মরক্কানের আইনজীবী অবশ্য দাবি করেন যে, ধর্ষণের অভিযোগ মিথ্যা এবং বিষয়টি খোলাসা করতে হাকিমি কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন। এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের জবাব দেয়নি হাকিমির দল পিএসজি। হাকিমি এখন পুলিশের নজরদারিতে আছেন। ‘ধর্ষনের শিকার’ নারীর সঙ্গে কোনোরকম যোগাযোগও করতে পারবেন না তিনি, জানিয়েছে প্রসিকিউশন অফিসের ওই কর্মকর্তা। ফরাসি সংবাদপত্র ‘লু পারিজিয়াঁ’ এই তদন্তের ব্যাপারে প্রথম খবর প্রকাশ করে। তাদের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, গত রোববার ২৪ বছর বয়সী এক নারী পুলিশের কাছে অভিযোগ করে যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এরপরই তদন্ত শুরু হয়। গত বিশ্বকাপে মরক্কো দলের সদস্য ছিলেন ২৪ বছর বয়সী হাকিমি।