জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
“মানসম্মত প্রাথমিক শিক্ষা,স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এম শাহাজান সিদ্দীক।
উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল ও রাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুর ইসলাম, ইন্সট্রাক্টর সুপিয়া পারভীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ পারভীন ও কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুলতান সালাউদ্দীন, আলী ইমরান, খায়রুল ইসলাম, নাসরীন আখতার, রুহুল আমিন প্রধান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলী রেজা মোঃ সামসুল কবির মুকুল, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, প্রধান শিক্ষক সাজু আহম্মেদ প্রমূখ। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।
সভায় বক্তাগন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের বিভিন্ন দিক নিদের্শনামূলক পরামর্শ দেন।
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২