ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শরীরের ৩৮ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান আয়েশা আক্তার আশা।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ মার্চ বিস্ফোরণে একটি তিনতলা ভবন আংশিক ধসে পড়ে তিনজন নিহত ও ১২ জন আহত হন।
নিহত তুষার ও শফিকুজ্জামান কম্পিউটার অপারেটর এবং আব্দুল মান্নান ওই ভবনের দ্বিতীয় তলার একটি কোম্পানির অফিস সহকারী ছিলেন।
আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পাঁচজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে খুলনায় আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
চৌদ্দগ্রামে মহাসড়কের আমানগন্ডায় দুই লরির সংঘর্ষে চালক-হেলপার নিহত