January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 16th, 2023, 10:47 am

সন্তানকে কথা দিয়ে বাড়ি ফেরা হলোনা বাবার; মিলল গলাকাটা লাশ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট):

পাঁচ বছরের শিশু কন্যা তুলির জন্য খাবার আর জামা কিনে দিয়ে উর্পাজন শেষে বাড়ি ফিরবে বলে পরিবারের সাথে কথা দিয়েছিল মোটরসাইকেল চালক সারোয়ার হোসেন (৪৫)। শেষ কথা বলে নিঁখোঁজের একদিন পর তার গলাকাটা লাশ ও মোটরসাইকেল মিলল হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া এলাকার ভারতীয় সীমানায়। নির্মম এমন হত্যাকান্ডে নির্বাক পরিবার।
অবশেষে বুধবার (১৫ মার্চ) রাতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর পতাকা বৈঠক শেষে লাশ গ্রহণ করে হালুয়াঘাট থানা পুলিশ। এর আগে পরিবারের পক্ষে নিহতের লাশ সনাক্ত করে বড় ভাই জাকির হোসেন। সুরতহাল রিপোর্ট প্রক্রিয়া শেষে আগামীকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হবে বলে এ তথ্য নিশ্চিত করেন এসআই সাইদুজ্জামান।
নিহত সারোয়ার হোসেন হালুয়াঘাট পৌর শহরের ব্যাপারী এলাকার আঃ গফুরের পুত্র।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গেল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯ দিকে তার একমাত্র পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে খাবার ও জামা কিনে দিয়ে জীবিকার তাগিদে ঘর থেকে বের হন সারোয়ার। কথা হয় ২ আদিবাসী যুবককে নিয়ে ভাড়ায় যাবেন পূর্ব গোবড়াকুড়ার উদ্দেশ্যে। সেই থেকে আর বাড়ি না ফেরায় সন্ধান করতে থাকে পরিবার। আজ বুধবার বিকেলে গোবরাকুড়া ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় রক্তের দাগ থেকে সন্দেহ দেখা দেয় স্থানীয়দের কাছে। রক্তের দাগ আর ভারতীয় সীমানার সামান্য দূরেই দেখা মেলে গলাকাটা লাশের। ভারতীয় সীমনায় লাশ পড়ে থাকার বিষয়টি স্থানীয়রা অবহিত করে বিজিবিকে। পরে দুই দেশের সীমান্তরক্ষীর পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয় থানা পুলিশের কাছে। পরিচয় মিলে নিহত সারোয়ারের।
পরিবারের সদস্যদের দাবি, মঙ্গলবার রাতে হালুয়াঘাট পৌর শহর থেকে দুই আদিবাসী যুবককে ভাড়ায় নিয়ে যান চালক সারোয়ার হোসেন। কিন্তু কিভাবে খুন হল এমন কোনো কিছু কারো জানা নেই।
এদিকে নিহতের স্ত্রী শরুফা খাতুন বলেন, আমার স্বামীর সাথে কারো বিরোধ ছিল না। আমার ছোট শিশুটিকে যারা বাবা হারা করল আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, দুই দেশের পতাকা বৈঠকের পর নিহতের লাশ আজ রাতে গ্রহণ করা হয়েছে। তবে এটি একটি হত্যাকান্ড মনে হচ্ছে। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।