January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 17th, 2023, 8:39 pm

নারায়ণগঞ্জে র‌্যাবের গাড়ি ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার ৮: র‌্যাব

নারায়ণগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গাড়ির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টাকালে ডাকাত দলের আট সদস্যকে আটক করা হয়েছে।

শুক্রবার নগরীর কালিরবাজার এলাকায় স্থানীয় ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও উপ-পরিচালক মনিরুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাদা পোশাকে র‌্যাব-১১ এর দুটি দল টহল দিচ্ছিল। এ সময় মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন চর বাউশিয়া এলাকায় একটি দল যানজটে আটকা পড়ে।’

র‌্যাবের উপ-পরিচালক বলেন, ‘র‌্যাবের গাড়িটিকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে একদল সশস্ত্র ডাকাত সেটিকে ঘিরে ফেলে। একপর্যায়ে ডাকাতরা গাড়িতে হামলা চালায়। জবাবে সাদা পোশাকের র‌্যাব সদস্যরা ধাওয়া করে চক্রের নেতাসহ আটজনকে আটক করে।’

তিনি বলেন, ‘এ সময় ডাকাতদের কাছ থেকে দেশীয় তৈরি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা গত দুই বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০টির বেশি ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

—-ইউএনবি