মাদারীপুরের শিবচর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মো. মোফাজ্জল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন যে শনিবার সকাল ৮টার দিকে শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের সীমানা এলাকায় পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোডে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ ১৪ জন নিহত হয়।
বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে জানান তিনি।
ওসি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী