January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 19th, 2023, 8:21 pm

রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে: বাণিজ্যমন্ত্রী

ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শুল্ক ছাড় দেয়ায় চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমাতে ব্যবসায়ীরা সম্মত হয়েছে।

তিনি বলেন, শুল্ক কমানোর ফলে চিনিতে সাড়ে চার টাকা মতো কমানো যাবে। তবে আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমানোর অনুরোধ করছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। আশাকরি রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে।

রবিবার (১৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স এর ৬ষ্ঠ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য দিয়েছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চিনির যে শুল্ক ছাড় দেয়া হয়েছে, সেই সুবিধা এখনও পাওয়া যায়নি। শুল্ক ছাড়ের চিনি কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে।’

তিনি আরও বলেন, আমরা আশাকরি রোজার প্রথম সপ্তাহেই চিনির যে দাম তা থেকে কেজিতে ৫ টাকা কমবে। আগামীকাল থেকে আমরা মনিটরিং করবো। ট্যারিফ কমানোর পর বাজারে কি প্রভাব পড়ছে সেটা নজর রাখা হচ্ছে।

এছাড়া ব্যবসায়ীদের কাছে তেল ও চিনি যথেষ্ট পরিমাণে আছে বলেও জানান মন্ত্রী।

—-ইউএনবি