October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 21st, 2023, 8:31 pm

সাবিলাকে নেটিজেনের খোঁচা

অনলাইন ডেস্ক :

কাজের মাধ্যমে অনেক আগেই পরিচিতি, জনপ্রিয়তা পেয়েছেন। বিয়ে করে বেঁধেছেন সংসারও। তবে পড়াশোনার পর্বটা অসম্পূর্ণ থেকে গিয়েছিলো। অবশেষে সম্পন্ন হলো। আনুষ্ঠানিক সমাবর্তনে গ্রহণ করলেন স্নাতক ডিগ্রি। বলা হচ্ছে, ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের কথা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেছেন। গত রোববার গ্রহণ করেছেন ডিগ্রি। সাবিলার স্নাতক ফলাফল রীতিমতো বিস্ময়কর। ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৭ পয়েন্ট সিজিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। যা সাধারণ শিক্ষার্থীদের জন্যও স্বপ্নের ব্যাপার। অথচ শোবিজের কর্মব্যস্ততা সামলেও তিনি এমন ফলাফল অর্জন করেছেন। ফলে তাকে বাহবা দিতে ভুল করছেন না কেউই। ভালো ফলাফল এবং কর্মক্ষেত্রে সাফল্যের জন্য সাবিলা নূরকে বিশ্ববিদ্যালয়টি থেকে ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। পুরস্কার গ্রহণের মুহূর্তটি তিনি শেয়ার করেছেন নিজের ফেবসুক পেজে। সঙ্গে লিখেছেন, “৩ দশমিক ৯৭ সিজিপিএ নিয়ে ইংরেজি সাহিত্যের ওপর স্নাতক সম্পন্ন করার জন্য ‘ড. আনোয়ারুল আবেদিন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়ে সম্মানিত বোধ করছি। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ, তারা ধৈর্য ও সহযোগিতা নিয়ে পাশে ছিলেন। আমার সব সতীর্থ স্নাতকদের অভিনন্দন।” সাবিলার এই পোস্টেই এক নেটিজেন খোঁচা দিয়ে মন্তব্য করেন। লেখেন, ‘সব টাকার খেলা’। নিজের কঠোর পরিশ্রমের অর্জন নিয়ে এমন মন্তব্য দেখে ক্ষুব্ধ হন সাবিলা। কড়া জবাব দেন সেই ব্যক্তিকে। সাবিলা বলেন, ‘সিজিপিএ কখনও টাকা দিয়ে কেনা যায় না। আমি কী পরিমাণ কষ্ট করেছি, সেটা আমি আর আমার পরিবার জানে। শুটিং শেষ করে, না ঘুমিয়ে কুইজের জন্য পড়া, প্রেজেন্টেশন রেডি করা, সব আমাকে করতে হয়েছে। আপনাকে ব্যাখ্যা করে আমি আমার কষ্টের অপমান করতে চাই না।’ উল্লেখ্য, মডেলিং দিয়ে শোবিজে কাজ শুরু করেন সাবিলা নূর। ২০১৪ সালে প্রচার হয় তার প্রথম নাটক ‘ইউটার্ন’। এরপর খুব অল্প সময়ের মধ্যেই নিজের অবস্থান গড়ে নেন তিনি। ২০১৯ সালের ৭ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন এ অভিনেত্রী।