January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 21st, 2023, 8:47 pm

পিএসজির হারে যা বললেন কোচ

অনলাইন ডেস্ক :

লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পের মতো দুই সুপারস্টারকে নিয়েও রেনের কাছে ২-০ গোলে হেরে গেছে পিএসজি! এই হারে অবশ্য ফরাসি লিগের পয়েন্ট টেবিলে পিএসজির শীর্ষস্থানে সমস্যা হয়নি, কিন্তু তারকাবহুল দল নিয়ে এমন পরাজয় মানতে পারছেন না সমর্থকেরা। তারা প্রশ্ন তুলছেন মেসি-এমবাপ্পেদের নিবেদন নিয়ে। আর এই জায়গাতেই আপত্তি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের। চোটের কারণে পিএসজির একদশে ছিলেন না নেইমার। বাকি দুজন থাকলেও মাঠে ছিলেন নিষ্প্রভ। এমনিতেই পিএসজিতে একতার অভাব নিয়ে অনেকদিন ধরেই সমালোচনা চলছে। তাই ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসিদের নিবেদন নিয়ে প্রশ্ন উঠল। জবাবে বেশ ক্ষোভ প্রকাশ করেই গালতিয়ের বলেন, ‘আপনারা আমার খেলোয়াড়দের নিবেদন নিয়ে দোষারোপ করতে পারেন না। এটা সত্যি নয়।’ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে গালতিয়ের দৃঢ়ভাবে বলেন, মূল দলের বেশিরভাগ খেলোয়াড় ছাড়াই তাদের মাঠে নামতে হয়েছে। তার ভাষায়, ‘আমার খেলোয়াড়েরা তাদের সর্বস্ব দিয়েছে। আমাদের খেলোয়াড়দের জুতোয় পা গলিয়ে দেখুন না! তারা ৮ জন খেলোয়াড়কে অনুপস্থিত দেখেছে। খেলতে হয়েছে একাডেমির খেলোয়াড়দের নিয়ে, যারা কিনা দু-একবার মূল দলের সঙ্গে অনুশীলন করে।’