January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 21st, 2021, 8:19 pm

রাশিয়ায় ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু

অনলাইন ডেস্ক:

২০১২ সালে মুক্তি পাওয়া সালমান খান ও ক্যাটরিনা অভিনীত ‘এক থা টাইগার’সিনেমা বক্স অফিসে সুপারহিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ওই সিনেমার সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এরই ধারাবাহিকতায় তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’ তৈরির সিদ্ধান্ত হয়। এরইমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। ভারতীয় গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে চলছে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং। করোনার সব বিধি নিষেধ মেনে চলছে সিনেমার কাজ। রাশিয়ার পর সিনেমার শুটিং করা হবে তুরস্ক ও অস্ট্রিয়ায়। এছাড়াও মুম্বাইতেই ছবির বেশ কিছু দৃশ্যের শুটিংও শেষ হয়েছে এর মধ্যে। সিনেমাটি পরিচালনার করছেন বিখ্যাত পরিচালক মণীষ শর্মা। সালমান-ক্যাটরিনা ছাড়াও ‘টাইগার থ্রি’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা ইমরান হাশমি। তুরস্কের শুটিং সিকোয়েন্সে কাজ করবেন ইমরান। যদিও তার চরিত্র ঠিক কেমন হবে তা এখনও জানা যায়নি। সিনেমার বাজেটের বিষয়ে জানা যায়, আগের মত এবারো বাজেট নিয়ে কোন সমঝোতা করা হবে না। গত দুবারের মত বড় অংকের বাজেটই থাকবে টাইগার থ্রি সিনেমায়।