Wednesday, March 22nd, 2023, 5:36 pm

নারায়ণগঞ্জে আগুনে আরও একজনের মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ ও পরবর্তীতে ভবন ধসের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।

বুধবার ৬টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধ মো. শাহজাহান খান (৪০)চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. আলী খানের ছেলে মো. শাহজাহান খান (৪০) সকাল ৬টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে ১৮ মার্চ নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে একটি ভবন আংশিক ধসে পড়ে এক ব্যক্তি নিহত হন।

—-ইউএনবি