অনলাইন ডেস্ক :
আফগানিস্তানের বিখ্যাত পপ গায়িকা আরিয়ানা সাইদ। দেশটির সাংস্কৃতিক প্রথা ভেঙে নিজেকে মেলে ধরেন আন্তর্জাতিক পরিম-লে। তালেবান আফগান দখলের পর কাবুল থেকে ছেড়ে আসা মার্কিন পরিবহন বিমানে নিজ দেশ ত্যাগ করেছেন এই গায়িকা। গত ১৮ আগস্ট দেশ ছেড়ে যাওয়ার পর তার ইনস্টাগ্রামে এ তথ্য জানান। কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছানোর পর ইনস্টাগ্রাম একটি ছবি পোস্ট করেন আরিয়ানা। তাতে দেখা যায়, বিমানের ভেতরে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে ৩৬ বছর বয়েসী আরিয়ানা এই গায়িকা লিখেছেন, ‘আমি ভালো আছি এবং বেঁচে আছি। কয়েকটি দুঃস্বপ্নময় রাতের পর আমি কাতারের দোহায় পৌঁছেছি। এখন ইস্তাম্বুল ফেরার শেষ ফ্লাইটের অপেক্ষায় আছি। স্বাভাবিক জীবনে ফেরার পর দুঃসহ স্মৃতি নিয়ে অনেক কিছু জানাবো।’ গত ১৫ আগস্ট আফগানিস্তানের কাবুল তালেবানের দখলে চলে যাওয়ার পর কয়েক রাত লুকিয়ে ছিলেন আরিয়ানা। তারপর মার্কিন বিমানে কাবুল ছাড়েন। কাবুল থেকে দোহা এবং সেখান থেকে তুরস্কের ইস্তাম্বুলে উড়ে যান। এখন ইস্তাম্বুলে অবস্থান করছেন আরিয়ানা।
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম