January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 23rd, 2023, 8:02 pm

আবারও চমক নিয়ে আসছে নিশো-মেহজাবীন

অনলাইন ডেস্ক :

কয়েকবছর ধরেই নাটক-ওয়েব সিরিজের একের পর এক নিজেদের ভাঙছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তাদের অভিনয় বরাবরই মুগ্ধ করছে দর্শকদের। বর্তমানে নিজের নিয়মিত কাজের পাশাপাশি আসন্ন ঈদের কাজ নিয়ে ব্যস্ত আছেন মেহজাবীন। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম সিনেমার শুটিং নিয়ে সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম ছুটে চলছেন নিশো। এরইমাঝে নিজেদের নামের পাশে আরও একটি নতুন পরিচয় যুক্ত করলেন তারা। মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর ব্র্যান্ড এনডোর্সার হলেন মেহজাবীন চৌধুরী ও আফরান নিশো। সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ড এনডোর্সার হিসেবে চুক্তি স্বাক্ষর করেন জনপ্রিয় এই দুই তারকা। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জানা গেছে, ব্র্যান্ড এনডোর্সার হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন তারা। এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘প্রতিনিয়ত নতুন নতুন সেবার মাধ্যমে মানুষের ডিজিটাল লাইফস্টাইলের অংশ হয়ে উঠেছে প্রতিষ্ঠানটি। তাদের সেবাগুলো ব্যবহারে তরুণ প্রজন্মসহ সকলকে আরও উৎসাহিত করে ক্যাশলেস স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারার সুযোগ আমার জন্য সম্মানের।’ নিশো বলেন, ‘এই প্রয়োজনীয় সেবাকে আগামী দিনে আরও বেশি মানুষের কাছাকাছি পৌঁছে দিতে কাজ করতে পারাটা এক ধরনের আত্মতৃপ্তির।’ এছাড়া নিজের সিনেমার শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘অবশ্যই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। এটা আমার প্রথম সিনেমা। সুনামগঞ্জের দুর্গম এলাকায় আমরা সবাই মিলে প্রায় ১০দিন শুট করেছি। সবার থাকা-খাওয়ার খুব কষ্ট ছিল। এখনও দুই স্লট শুটিং বাকি আছে। আমাদের সবার অনেক পরিশ্রম হলেও প্যারফমেন্সে দর্শকরা উপভোগ্য, রুচিশীল, মার্জিত কিছু দেখতে পাবেন।’