January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 23rd, 2023, 8:15 pm

দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

সিলেটে এর আগে জামাল ভূঁইয়াদের আন্তর্জাতিক ম্যাচ খেলা হতো ফ্লাড লাইটে। এবারই ব্যতিক্রম হতে যাচ্ছে। আগামী ২৫ ও ২৮ মার্চ সেশেলসের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ হতে যাচ্ছে। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে দিনের আলোতে। দুটি ম্যাচই হবে বিকাল পৌনে চারটায়। এবারও ফ্লাড লাইটে খেলার কথা থাকলেও রমজান মাস ও অন্যান্য কারণে তা হচ্ছে না। এই প্রসঙ্গে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেনবলেছেন, ‘বাফুফে ও সিলেটের আয়েজকরা মিলে এবার দিনের আলোতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ইফতারের আগেই খেলা শেষ হবে। সেভাবেই সবাই প্রস্তুতি নিচ্ছে।’ বর্তমানে চলছে শেষ মুহূর্তের অনুশীলন। বাংলাদেশ দল সিলেট জেলা স্টেডিয়ামে ও সেশেলস সিলেট বিকেএসপিতে অনুশীলন করছে। আজ শুক্রবার খেলার ভেন্যুতে স্বাগতিকদের পাশাপাশি সেশেলসও অনুশীলন করার সুযোগ পাবে। এদিন ২৩ সদস্যের দলও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। যদিও বাংলাদেশ দলের ২৭ জনই দুই ম্যাচে ঘুরে ফিরে সুযোগ পাবেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।