কুমিল্লার দাউদকান্দিতে শুক্রবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার মালিখিল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩০) এবং দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবুল কাশেমের স্ত্রী জোৎস্না বেগম (৫৫)।
আহত নুসরাত জাহান (৭) ও অটোচালক মাজারুলকে (৩৮) প্রথমে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিঘিরপাড় এলাকায় তিশা পরিবহনের কুমিল্লাগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে জোৎস্না বেগম ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, হাসপাতালে নেয়ার পথে ইয়াকুব আলী মারা যান।
তিনি বলেন, পুলিশ বাসটি জব্দ করলেও এর চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী