অনলাইন ডেস্ক :
টানা দুই জয়ের পর পয়েন্ট খোয়াল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। হাতছাড়া করল রানার্সআপ হওয়ার লড়াইয়ে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার আগেই লিগ থেকে অবনমিত হয়ে যাওয়া ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করেছে শেখ জামাল। ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগের রানার্সআপ হওয়ার দৌড়ে আছে আবাহনী লিমিটেড। দুই দলের বাকি দুটি করে ম্যাচ। শুরু থেকে ব্রাদার্সের রক্ষণে চাপ দিতে থাকে শেখ জামাল। চতুর্থ মিনিটে ওমর জোবের বাঁ পায়ের কোনাকুণি শট ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলরক্ষক। একাদশ মিনিটে এই গাম্বিয়ান ফরোয়ার্ডের হেড বাইরের জাল কাঁপায়। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য চেষ্টা করে যায় শেখ জামাল। কিন্তু মেলেনি সাফল্য। শেষ পর্যন্ত টানা চার হারের পর ফের পয়েন্ট পেল ব্রাদার্স। ২২ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে দ্বাদশ স্থানে আছে ব্রাদার্স।
আরও পড়ুন
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস
বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের