অনলাইন ডেস্ক :
‘বিচারব্যবস্থা সংস্কারের’ বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে কথা বলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তেকে বরখাস্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নেমেছে দেশটির লাখ লাখ মানুষ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রীকে ডেকে পাঠান এবং তাকে বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গ্যালান্তের প্রতি তার আর আস্থা নেই। গত রোববার নেতানিয়াহুর নেওয়ার ‘বিচারব্যবস্থা সংস্কার’ সংশোধনের জন্য ক্ষমতাসীন লিকুদ পার্টির প্রথম জ্যেষ্ঠ সদস্য, যিনি এই উদ্যোগের বিরুদ্ধে কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে তার সরকারের নেওয়া বিতর্কিত প্রস্তাবগুলো বাতিলের আহ্বান জানিয়েছিলেন ইয়োভ গ্যালান্ত। বিচারব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে ইসরায়েলে। দিনে দিনে অসন্তোষ আরও বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেতানিয়াহুর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। দেশটির রাজনৈতিক অঙ্গনেও চরম অস্থিরতা দেখা দিয়েছে। সেনাবাহিনীর মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রীকে বরাখাস্ত করে চলমান অস্থিরতাকে আরও উসকে দিয়েছেন নেতানিয়াহু। গত রোববার সন্ধ্যায় রাজপথে জনতার ঢল নামে। আন্দোলনকারীরা সড়কে আগুন জ¦ালিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জেরুজালেমে নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির কাছাকাছি পুলিশি ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় তাদের। ইসরায়েলি ক্ষুব্ধ জনগণ তেল আবিবের প্রধান সড়ক অবরোধ করে, রাস্তায় নীল-সাদা পতাকা ওড়ায়। কিছুক্ষণের মধ্যে জনসমুদ্রে পরিণত হয় রাজপথ। বিয়ারশেবা, হাইফা, জেরুজালেমসহ অনেক জায়গায় বিক্ষোভ হয়। পার্লামেন্টের দিকেও অগ্রসর হতে দেখা যায় আন্দোলনকারীদের। ইসরায়েলজুড়ে এমন পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন, যত দ্রুত সম্ভব সমঝোতা খুঁজে বের করতে ইসরায়েলি নেতাদের আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র। সূত্র: দ্য গার্ডিয়ান

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না
২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য অনুমোদিত হলে ভিসা বন্ড দিতে হবে
ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার