Monday, March 27th, 2023, 10:16 am

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ডামুড্যায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা)

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করা হয়। রবিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিধি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এরর সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাইদ, ডামুড্যা থানার ওসি শেখ শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার বেপারী ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।