জেলা প্রতিনিধি, সিলেট :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সিলেটে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ মার্চ) সকাল ৮টায় নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন ও শান্তির প্রতীক কপোত উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোশাররফ হোসেন, সিলেটে রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, এসএমপি পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ পিপিএম প্রমুখ।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত