অনলাইন ডেস্ক :
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবার একটি যাত্রীবাহী বাস একটি সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে ও আগুন লেগে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিষয়টি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
আল-এখবারিয়া টিভি জানিয়েছে যে দুর্ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন এবং সম্প্রচারিত ফুটেজে বাসের পোড়া অংশ দেখা যাচ্ছিল। ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে গাড়িটির ব্রেক ফেইল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
রমজানের প্রথম সপ্তাহে দুর্ঘটনাটি ঘটল। অনেকেই আছেন যারা মুসলমানদের এই পবিত্র মাসে পরিবার ও বন্ধুদের সঙ্গে রাতের ভোজ উপভোগ করতে ভ্রমণ করে থাকেন।

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না
বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে সুযোগ পাবে স্কটল্যান্ড
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান