January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 28th, 2023, 7:46 pm

আইপিএলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলবেন স্টোকস

অনলাইন ডেস্ক :

আসন্ন আইপিএলের শুরুতে একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলবেন বেন স্টোকস। বাঁ পায়ের ইনজুরিতে ভুগছেন তিনি। চোটটা কাটিয়ে উঠতে আপাতত বোলিং করবেন না ইংলিশ অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংসে সোয়া ১৬ কোটি ভারতীয় রূপিতে যোগ দিয়েছেন স্টোকস। গত সপ্তাহে ভারতে পৌঁছান তিনি। নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন। শুক্রবার রাতে আহমেদাবাদে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তার দল। গত কয়েক বছর ধরে বাঁ পায়ের ইনজুরি বারবার ফিরে আসছে স্টোকসের। গতে বগত মাসে নিউ জিল্যান্ড সফরে চোট গুরুতর হয়ে যায়। দুই টেস্টে কেবল ৯ ওভার বল করেছেন। ওয়েলিংটনে সিরিজের শেষ দিনে শারীরিক অস্বস্তিতে ভুগেছেন ব্যাটিংয়ের সময়। স্টোকস স্বীকার করলেন ইনজুরিটা খুবই হতাশাজনক। তবে তার আশা আইপিএলে পুরোপুরি সেরে উঠবেন এবং হাঁটুর চোট নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে পুরোপুরি ফিট হয়ে খেলবেন।