অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকান্ডে৩৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির সিউদাদ জুয়ারেজের ওই কেন্দ্রে আগুন লাগে। এক বিবৃতিতে জানিয়েছে চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্তপক্ষ জানায়, ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে। ওই শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে আগুন লাগে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। কীভাবে অভিবাসন কেন্দ্রে আগুন লাগলো, তার এখনও কারণ জানা যায়নি। পুরো ঘটনা খতিয়ে দেখতে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সূত্র: সিএনএন
আরও পড়ুন
ফ্রান্সে তরুণদের সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৬২৫
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে আবারও গণপিটুনি, দুই তরুণের মৃত্যু