অনলাইন ডেস্ক :
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন গায়ক নিক জোনাসকে ভালোবেসে বিয়ে করেছেন তিনি। বিয়ের প্রায় চার বছর পর প্রথম সন্তানের মা হন ৪০ বছর বয়সী এই দেশি গার্ল। তবে মেয়ে মালতির জন্ম হয়েছে সারোগেসির মাধ্যমে। সন্তান ধারণের বিষয় নিয়ে সেভাবে কথা বলতে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। এবার এই অভিনেত্রী জানালেন, এখন থেকে ১০ বছর আগে মায়ের পরামর্শে ডিম্বাণু সংরক্ষণ করেন তিনি। আর্মচেয়ার এক্সপার্ট শিরোনামে একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এসব তথ্য জানান প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের আগে ডিম্বাণু সংরক্ষণের কারণ ব্যাখ্যা করে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমি যখন ৩০ বছর বয়সে পা রাখি ওই সময়ে নিজের ডিম্বাণু সংরক্ষণ করি। আমি আমার ক্যারিয়ার একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চেয়েছিলাম। আমার উচ্চাকাক্সক্ষী এই যাত্রা পথ বাধাগ্রস্ত করতে চাইনি। তা ছাড়া আমার সন্তানের বাবা হবে এমন কারো সঙ্গে তখন দেখাও হয়নি। এসব বিষয় নিয়ে একটা উদ্বিগ্নতা কাজ করছিল। আমার মা একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার। পরে মায়ের পরামর্শে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নিই।’ ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। ২০২২ সালের ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে প্রিয়াঙ্কা জানান, সারোগেসির মাধ্যমে আমাদের সন্তান হয়েছে। বর্তমানে প্রিয়াঙ্কার হাতে বেশ কিছু কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজের কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল