January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 29th, 2023, 8:12 pm

নতুন বিজ্ঞাপনে অনন্ত জলিল

অনলাইন ডেস্ক :

ঈদের জন্য নির্মিত ‘কিল হিম’ নামে একটি সিনেমার শুটিং ডাবিং নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। এর মধ্যেই সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এটি হচ্ছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের বিজ্ঞাপন। এ বিজ্ঞাপনের মাধ্যমে ভিন্ন এক অনন্তকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। এফডিসিতে বিজ্ঞাপনটির শুটিংয়ে ব্যবহৃত হয়েছে বিএমডব্লিউ ব্র্যান্ডের একটি গাড়ি। জানা গেছে, এ গাড়িটি নগদের গ্রাহকদের জন্য আয়োজিত প্রতিযোগিতামূলক একটি কুইজের বিজয়ীকে দেওয়া হবে। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন হাসান মোরশেদ। এ বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘গল্পটা বেশ দারুণ। শুটিং করেও বেশ ভালো লেগেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ এদিকে আগামী সপ্তাহে ‘কিল হিম’ সিনেমার গানের শুটিংয়ের জন্য ভারতের কাশ্মীর যাবেন অনন্ত। সঙ্গে থাকবেন নায়িকা বর্ষাও। জম্মু ও কাশ্মীরের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির গানের শুটিং হবে বলে জানিয়েছেন এর পরিচালক মো. ইকবাল। ঈদের পর ‘নেত্রী: দ্য লিডার’ নামে একটি সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন অনন্ত। এ সিনেমার নাম ভূমিকায় রয়েছেন বর্ষা। অনন্তকে দেখা যাবে তার বডিগার্ডের চরিত্রে। প্রসঙ্গত, অনন্ত অভিনীত সর্বশেষ সিনেমার নাম ‘দিন : দ্য ডে’। সিনেমাটি গত বছর কুরবানির ঈদে মুক্তি পেয়ে বেশ আলোচনায় ছিল।