January 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 29th, 2023, 8:16 pm

৬৯ বছর পর জার্মানীকে হারালো বেলজিয়াম

অনলাইন ডেস্ক :

কেভিন ডি ব্রুইনার অসাধারণ নৈপুনে ইউরো ২০২৪’র স্বাগতিক জার্মানীকে কোলনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলে পরাজিত করেছে বেলজিয়াম। বড় টুর্নামেন্টে সাম্প্রতিক সময়ে নিজেদের মেলে ধরতে না পারা জার্মানী ঘরের মাঠে নিজেদের ফিরিয়ে আনার লক্ষ্যে মাঠে নামলেও শেষ পর্যন্ত ১৯৫৪ সালের পর প্রথমবারের মত বেলজিয়ামের কাছে পরাজয় বরণ করতে হলো। ডি ব্রুইনার দুই এ্যাসিস্টে ১০ মিনিটের মধ্যে বেলজিয়াম ২-০ ব্যবধানের লিড নেয়। এরপর ম্যাচের শেষভাগে নিজে করেছেন আরো এক গোল। আগামী বছর ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ আয়োজনের আগে জার্মানীকে অবশ্যই জয়ের পথ খুঁজে বের করতে হবে, টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর অন্তত এই লক্ষ্য এখন থেকেই স্থির করতে হবে। বেলজিয়ামের নতুন কোচ ডোমেনিকো টেডেসকো বলেছেন, ‘ফলাফলের বাইরে গিয়ে একটি কথা বলতে হয় এই প্রীতি ম্যাচে আমরা কিভাবে পারফর্ম করেছি সেটাই গুরুত্বপূর্ণ। এখানে খেলাটা কখনই সহজ নয়। জার্মান দলে আসলেই বেশ কয়েকজন ভাল খেলোয়াড় রয়েছে।’ জার্মান কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘আমরা খুব বেশী সংযত, খুব বেশী নিষ্ক্রিয় ছিলাম। তাদেরকে খুব একটা চাপে রাখতে পারিনি। বেলজিয়াম অবিশ্বাস্যরকম ভাল খেলেছে।’ কাতারে টানা দ্বিতীয়বারের মত বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় ঘটেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানদের। এর আগে ইউরো ২০২০’এ ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে শেষ ষোল থেকে বিদায় নিতে হয়। বেলজিয়ামের জার্মান কোচ টেডেসকো মূল একাদশে মধ্যমাঠে আর্সেনালের লিনড্রো ট্রোসার্ডের স্থানে ইয়ানিক কারাসকোকে নামিয়েছিলেন। আর এতেই সাফল্য আসে, ৬ মিনিটে এ্যাথলেটিকো মাদ্রিদের এই উইঙ্গার গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন। সুইডেনের বিরুদ্ধে শুক্রবার ইউরো বাছাইপর্বে বেলজিয়ামের ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে তিন গোলই করেছিলেন রোমেলু লুকাকু। ৯ মিনিটে আবারো ডি ব্রুইনার এ্যাসিস্ট থেকে বাম পায়ের জোড়ালো শটে ব্যবধান দ্বিগুন করেন লুকাকু। প্রথম দলের তিনজন সেন্ট্রাল ডিফন্ডারকে হারিয়ে জার্মানীর রক্ষনভাগ ছিল একেবারে আগোছালো। যে কারণে ম্যাচের শুরুতেই দুই গোল হজম করতে হয়েছে। ৩২ মিনিটে ইনজুরিতে পড়া লিও গোরেতকার স্থানে মাঠে নামা এমরে কান স্বাগতিকদের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। লুকাকুর হ্যান্ডবলে প্রাপ্ত পেনাল্টি থেকে বিরতির ঠিক আগে নিকলাস ফুয়েলক্রুগ জার্মানীকে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেন। ছয় আন্তর্জাতিক ম্যাচে ওয়ার্ডার ব্রেমেনের স্ট্রাইকারের এটি ষষ্ঠ গোল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার লক্ষ্যে জার্মানী আগ্রাসী হয়ে মাঠে নামে। টিমো ওয়ার্নারের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। জার্মান অধিনায়ক জসুয়া কিমিচ বলেছেন, ‘প্রথম ৩০ মিনিট ছিল দু:সহ। প্রথম ১৫ মিনিট আমরা একেবারেই মাঠে ছিলাম না। কিন্তু দ্বিতীয়ার্ধ অবশ্যই ভাল খেলেছি, ঠিক যেমনটি আমরা প্রাক-ম্যাচ অনুশীলনে কল্পনা করেছিলাম।’ ম্যাচ শেষের ১২ মিনিট আগে ট্রোসার্ডের এ্যাসিস্টে ওয়ান-টাচ ফিনিশিংয়ে ডি ব্রুইনা বেলজিয়ামের জয় নিশ্চিত করেন। তিন মিনিট বাকি থাকতে সার্জি গ্যানাব্রির গোলে জার্মানী কিছুটা আশা ফিরে পেলেও শেষ পর্যন্ত সেটা সান্তনার গোল হয়েই থেকেছে।