কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় ধসে মাটি চাপায় তিন জন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৯ মার্চ) ভোর ৭টার দিকে উখিয়া সদরের মুহুরিপাড়া এলাকায় হাড় কাটার সময় এ পাহাড় ধসের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, ১ নম্বর পূর্ব রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল মোতালেবের পুত্র জাহিদ হোসেন (২৩)। ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের পুত্র ছৈয়দ আকবর (২০)। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় নেছার আহমেদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক। মাটি কাটার এক পর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙ্গিনা অংশের পাহাড় ধসে পড়লে কর্মরত তিন শ্রমিক মাটিতে চাপা পড়ে।
খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে, পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অন্য দুইজনের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার তৎপরতায় নিয়োজিত উখিয়া ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ এমদাদুল হক জানান, দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাহাড়ের মাটি নিচে আর কোনো লোক মাটি ছাপা পড়ে আছে কিনা তা জানতে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতদের লাশ উখিয়া থানায় নেওয়া হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
—-ইউএনবি
আরও পড়ুন
রংপুর হাইওয়েপুলিশের জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগে দুর্ঘটনা রোধে নতুন উদ্যোগ
গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলন এবং বিচক্ষণ নেতৃত্ব-ই তারেক রহমানকে মহানায়কে পরিণত করেছে
উন্নয়ন বিচ্যুতিতে রংপুর রেলওয়ে স্টেশন মাসে আয় কোটি টাকা, উন্নয়নে মন নেই