January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 29th, 2023, 11:01 am

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ১ বছরের কারাদন্ড

জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ । বুধবার (২৯ মার্চ) দুপুরে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল মৃত উসমান আলীর ছেলে মো. হা‌বিবুর রহমান (৩৮)। হা‌বিবুর রহমানকে বালু উত্তোলনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হকসহ পুলিশের একটি টিম উপস্থিত থেকে মোবাইল কোর্টকে সহযোগিতা করে ।