ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে শামসকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আবু আনসার তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
জামিন আবেদনের পক্ষে শুনানি করেন শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
গত ২৯ মার্চ ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন আমবাগান এলাকায় তার বাসা থেকে শামসকে সাদা পোশাকের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ধরে নিয়ে যায়।
একই দিন দৈনিক প্রথম আলোতে ‘মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন’ প্রকাশের অভিযোগে শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এক যুবলীগ নেতা।
—-ইউএনবি
আরও পড়ুন
শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা শুরু
খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংসার ভাঙল মোনালি ঠাকুরের