সাভারের আশুলিয়ায় দু’টি যাত্রীবাহী বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। রবিবার সকাল ৭টা ৪০ মিনিটে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টা ৪০ মিনিটে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী জিরাবো থেকে বাইপাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাস দুইটি প্রতিযোগিতা করলে একটি তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
পরে বিক্ষুব্ধ জনতা দু’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহত হয় অন্তত পাঁচজন। এ সময় মহাসড়কটিতে আধা ঘণ্টারও বেশি সময় যানচলাচল বন্ধ থাকে।
নিহত ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহতের পরিচয় উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
খুলনা বিভাগে ভোক্তা-অধিকারের অভিযান : ১৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা
খুবিতে ‘উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন’ বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালার উদ্বোধন
তালতলীতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা