January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 22nd, 2021, 7:44 pm

গুরুতর অভিযোগ করলেন উরফি জাভেদ

অনলাইন ডেস্ক :

‘বিগ বস ওটিটি’ থেকে গত সপ্তাহে বাদ পড়েন ভারতের অভিনেত্রী উরফি জাভেদ। এ ঘটনার পর একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিও প্রকাশের পর বইছে নিন্দার ঝড়। ওই ভিডিওতে দেখা যায়, উরফি একটি ক্যামেরার দিকে এগিয়ে আসছেন। দর্শকদের উদ্দেশে বলছেন, ‘আপনাদের আমি আগেও বলেছিলাম, আবারও জানাচ্ছি। বিগ বস ওটিটির ঘরে ক্যামেরার সামনে শারীরিক সম্পর্কও হয়েছে।’ অভিনেত্রীর এমন অভিযোগ শুনে অন্য এক প্রতিযোগী প্রতীক সেহজপাল এগিয়ে এসে উরফিকে বলেন, ‘কী বলছ এসব!’ তখন উরফি বলেন, ‘যখন এই সোফায় দুই বাঁদর শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল, তুমি কি ঘুমাচ্ছিলে? ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ওই ঘটনায় জড়িতদের নাম নেননি উরফি। তাই কোন দুই প্রতিযোগী সম্পর্কে তিনি অভিযোগ তুলেছেন, তা স্পষ্ট নয়। তিনি আরো জানালেন, সেই অংশটি দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে কি না সে ব্যাপারে তিনি অবগত নন। কিন্তু ভিডিওতে প্রতীকের চেহারা দেখে বোঝা যাচ্ছে, এমন কোনো ঘটনাই তিনি শোনেননি। আদৌ এই ঘটনা সত্যি নাকি উরফি শুধু দর্শকদের বিনোদনের জন্য এমন দাবি করলেন? সাধারণত দর্শকদের এবং বাকি প্রতিযোগীদের মাতিয়ে রাখতেন উরফি। বিভিন্ন মজার কথা বলা বা কোনো খ্যাতনামাকে নকল করায় তার জুড়ি নেই। তবে কি এমন দাবি করার পেছনেও শুধু বিনোদনই উদ্দেশ্য? তবে রিয়ালিটি শোর কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।