January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 3rd, 2023, 10:33 am

শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল) :

মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নব নিবার্চিত কমিটির পরিচিতিসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেলে শ্রীমঙ্গল সাগর দিঘি সড়কস্থ চা লাক্সারীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
প্রেসক্লাবের নব নিবার্চিত সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে ও নব নিবার্চিত সাধারণ সম্পাদক বিকুল চক্রবতীর্র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকতার্ আলী রাজিব মাহমুদ মিঠুন, প্রফেসর নৃপেন্দ্র লাল দাশ, প্রবীণ শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, ডা: হরিপদ রায়, সহকারী কমিশনার ভুমি সন্দ্বীপ তালুকদার, ডা সত্যকাম চক্রবতীর্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি তদন্ত আমিনুল ইসলাম, লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা নবারুন দাশ রিপন, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এমএ সালাম, অধ্যাপক অবিনাশ আচায্যর্, জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা চৌধুরী, শিক্ষক জহর তরফদার, সবুজ আন্দোলন শ্রীমঙ্গলের আহবায়ক রীনা সরকার।
অনুষ্ঠানে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবতীর্, সদস্য নাজিমুল হক শাকিল ও নিঝুম চক্রবতীর্র প্রবাস গমন উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এ সময় বিশিষ্ট শিক্ষানুরাগী লন্ডন প্রবাসী নবারুন দাশ রিপনকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।
পরে অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।