ঢাকার বঙ্গবাজারে মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি পরিষেবার জন্য গঠিত র্যাপিড সার্ভিসের প্রধান মোহাম্মদ রাসেল বলেন, এখন পর্যন্ত কোনো গুরুতর ঘটনা নেই। বেশিরভাগের আঘাতই ছিল সামান্য।
তিরি আরও বলেন, এখন পর্যন্ত ১২ জন বঙ্গবাজার থেকে এখানে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে আটজনকে পর্যবেক্ষণে রয়েছেন এবং চারজনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে বঙ্গবাজার এলাকা ঘুরে দেখা গেছে, সিটি প্লাজাসহ আশপাশের বাজারের ব্যবসায়ীরা তাদের পণ্য নিরাপদ এলাকায় সরিয়ে নিচ্ছেন।
বঙ্গবাজার মার্কেটের পাশে গোডাউন থাকা আব্দুল আলিম সতর্কতা হিসেবে তার পণ্য অমর একুশে হলে স্থানান্তর করেছেন।
তিনি বলেন, ‘সকালে আগুন লাগার ফলে এবং সেসময় এখানে অল্প কিছু লোক থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। বঙ্গবাজারের ব্যবসায়ীরা তাদের পণ্য সরাতে না পারলেও আমরা আমাদেরগুলো বাঁচাতে পেরেছি।’
অ্যানেক্স কোম্পানি টাওয়ারের দোকানের মালিক মো. সুমন মিয়া বলেন, ‘আমার দোকানের কি হয়েছে জানি না। বঙ্গবাজারে আমারও ব্যবসা আছে।’
একদিকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন এবং অন্যদিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে পানি ছিটাচ্ছেন।
—–ইউএনবি
আরও পড়ুন
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত