January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 4th, 2023, 8:40 pm

অরুণাচলের ১১ জায়গার নাম বদলে দিলো চীন, ভারতের প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক :

ভারতের বিতর্কিত উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের ১১ জায়গার নাম পরিবর্তন করেছে চীন। দেশটির এ ধরনের প্রচেষ্টায় তীব্র প্রতিবাদ জানিয়ে ‘প্রত্যাখ্যান’ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে জানান, অরুণাচল রাজ্য সবসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছিল এবং থাকবে। বেইজিং হিমালয় অঞ্চলীয় রাজ্যের ১১ স্থানের নাম পরিবর্তন করার ঘোষণা দেওয়ার পরপরই প্রতিবাদ জানালো দিল্লি। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়, গত ১ এপ্রিল অরুণাচলের ১১টি স্থানের নাম পরিবর্তনের ঘোষণা দেয়। নতুন নামের মধ্যে পাঁচটি পর্বতশৃঙ্গ, দুটি ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা এবং দুইটি নদীও রয়েছে। পুরো অঞ্চলকে ‘জাঙ্গনান’ বলে থাকে, যাকে তিব্বতের দক্ষিণাঞ্চলীয় অংশ মনে করে চীন। এতে নতুন করে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা শুরু হয়েছে। চীন ও ভারতের ৩ হাজার ৪৪০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। একে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়ে থাকে। অরুণাচল প্রদেশকে দীর্ঘদিন থেকে নিজেদের দাবি করে আসছে চীন। ভারতীয় মুখপাত্র অরবিন্দম বাগচি বিবৃতিতে আরও বলেন, উত্তর-পূর্ব রাজ্যের স্থানগুলোর অবস্থা পরিবর্তন করতে পারে না বেইজিং। চীন প্রথমবার এমন চেষ্টা করছে না। আমরা প্রত্যাখ্যান করছি। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। সূত্র: বিবিসি