January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 6th, 2023, 7:51 pm

সিলেটে পুলিশের পিকআপ-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের সময় ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ ১১ জন আহত হয়েছেন।
বুধবার (৫ এপ্রিল) রাত ১০টায় কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- পুলক রায় (৩০) সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার গোপাল রায়ের ছেলে ও ফয়সল আহমদ (৩০) নগরের উপকণ্ঠের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার ফারুক মিয়ার ছেলে।

জানা যায়, পুলক রায় ঘটনাস্থলেই মারা যান এবং ফয়সল আহমদ রাত সাড়ে ১২টার দিকে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় তাদের সঙ্গে থাকা আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

আহত অপর মোটরসাইকেল আরোহী বিক্রম কর মণ্ডল (৩২) নগরের চালিবন্দর সমতা ৭/৫০ বাসার বিপুল চন্দ্র মণ্ডলের ছেলে।

এছাড়া, ট্রাকের সঙ্গে সংঘর্ষে পুলিশ পিকআপের ড্রাইভারসহ অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত সবাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১০টায় কোম্পানীগঞ্জ থেকে সিলেটগামী পুলিশ পিকআপ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাট থানাধীন মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছলে সিলেট থেকে কোম্পানীগঞ্জগামী নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাকের পিছনে থাকা তিনজন বহনকারী নম্বরবিহীন একটি মোটরসাইকেল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ জানায়, ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়, তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

—-ইউএনবি