অনলাইন ডেস্ক :
আইপিএলে ইংলিশ তারকাহীন হয়ে পড়লো রাজস্থান রয়্যালস। বাকি মৌসুমের খেলা শুরুর আগেই জানা গেলো, না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার। দ্বিতীয় সন্তানের জন্ম আসন্ন হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইংলিশ উইকেটকিপারের জায়গায় বদলি হয়ে এসেছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। বাটলারের অনুপস্থিতিতে তিন ইংলিশ তারকাকে পাচ্ছে না রাজস্থান রয়্যালস। পেসার জোফরা আর্চার কনুইয়ের চোটে বছরের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন। বেন স্টোকস তো মানসিক স্বাস্থ্যের জন্য বিরতি-ই নিয়েছেন কিছুদিনের জন্য। এমন পরিস্থিতিতে বাটলারের অনুপস্থিতি ভীষণ ভোগাবে রাজস্থানকে। হয়ে যাওয়া ম্যাচগুলোয় ১৫৩.০১ স্ট্রাইক রেটে ২৫৪ রান করেছেন। সানরাইজার্সের বিপক্ষে ১২৪ রানের ইনিংসও খেলেছেন স্থগিত হয়ে যাওয়া আইপিএলে! এদিকে বদলি হয়ে আসা ফিলিপস গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ বলে বিধ্বংসী এক সেঞ্চুরি করেছিলেন। যে ইনিংস খেলে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। এ ছাড়া টি-টোয়েন্টি লিগে আরও তিনটি সেঞ্চুরি করেই দৃষ্টি কেড়েছেন সবার। দুটি অকল্যান্ডের হয়ে, অপরটি সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসে। এই মৌসুমে পঞ্চম অবস্থানে থাকা রাজস্থান ২১ সেপ্টেম্বর তাদের আইপিএল মিশন শুরু করবে। তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
আরও পড়ুন
২০২৫ সালে যতগুলো ম্যাচ খেলবে বাংলাদেশ
পুলিশকে হারিয়ে জয়ে ফিরল কিংস
বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের