অনলাইন ডেস্ক :
প্রথমবারের মত আয়োজিত ক্রিকেটের নতুন ফরমেট ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ চ্যাম্পিয়ন হয়েছে সাউদার্ন ব্রেভ। লর্ডসে শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে বার্মিংহাম ফিনিক্সকে ৩২ হারিয়ে শিরোপা ঘরে তুলেছে জেমস ভিন্সের দল। টস হেরে ব্যাট করতে নেমে পল স্টার্লিং আর রস হোয়াটলের ঝড়ে ৫ উইকেটে ১৬৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ব্রেভ। ওপেনিংয়ে নেমে স্টার্লিং মাত্র ৩৬ বলে ২ চার আর ৬ ছক্কায় করেন ৬১ রান। শেষদিকে হোয়াটলে ১৯ বলে ৪টি করে চার-ছক্কায় খেলেন হার না মানা ৪৪ রানের ইনিংস। জবাবে ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ফিনিক্স। এক লিয়াম লিভিংস্টোন ছাড়া দলের কেউ চালিয়ে খেলতে পারেননি। লিভিংস্টোন ১৯ বলে ৪টি করে চার-ছক্কায় করেন ৪৬ রান। মঈন আলির দল শেষপর্যন্ত থামে ৫ উইকেটে ১৩৬ রানে। অন্যদিকে একই ভেন্যুতে প্রথম খেলায় মেয়েদের দ্য হান্ড্রেড ফাইনালে সাউদার্ন ব্রেভকে ৪৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওভাল ইনভিন্সিবলস। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১২১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ওভাল। জবাবে ইনিংসের ২ বল বাকি থাকতেই ৭৩ রানে গুটিয়ে যায় ব্রেভ।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি