January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 6th, 2023, 8:35 pm

বার্সাকে বিধ্বস্ত করে ফাইনালে রিয়াল

অনলাইন ডেস্ক :

টানা তিন এলক্লাসিকোতে বার্সার কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কোপা ডেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে বার্সার কাছে ১-০ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয় লেগে করিম বেনজেমার হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে লস ব্লাঙ্কোসরা। গত বুধবার ক্যাম্প ন্যুতে বিরতির ঠিক আগে ভিনিসিয়ার জুনিয়রের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। রদ্রিগোর অ্যাসিস্টে ভিনির নেওয়া শট লাইনের উপর থেকে ক্লিয়ার করার আপ্রাণ চেষ্টা করেছেন জুলেস কুন্ডে। কিন্তু ততক্ষণে বল গোললাইন ক্রস করে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫০ মিনিটে লুকা মড্রিচের অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। এই গোলের পরপরই বার্সেলোনা ভেঙ্গে পড়ে। ম্যাচের ৫৮ মিনিটে ডি বক্সের ভেতর ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় মাদ্রিদ। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন বেনজেমা। এরপর ভিনিসিয়াসের পাসে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে ৮০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আগামী ৬ মে কোপা ডেল রে’র ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।