January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 6th, 2023, 8:37 pm

নিক পোথাসকে সহকারী কোচ ঘোষণা করেছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান নিক পোথাস।

৪৯ বছর বয়সী এই কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি সই করেছেন। আগামী মে মাসে যুক্তরাজ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময় তার নতুন দায়িত্ব পালন শুরু করবেন। সিরিজটি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ।

পোথাসের এক দশকেরও বেশি সময়ের কোচিং ক্যারিয়ার অভিজ্ঞতা রয়েছে। তার কোচিং ক্যারিয়ারে তিনি ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-২০১৯) এবং শ্রীলঙ্কা ক্রিকেট দলের(২০১৭-২০১৮) পর্যন্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন এবং শ্রীলঙ্কার প্রধান ফিল্ডিং কোচ ছিলেন।

বাংলাদেশে আসার আগে পোথাস হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচ ছিলেন।

ডানহাতি ব্যাটসম্যান হিসেবে তার খেলার সময়, পোথাস দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে খেলেছেন এবং ষোল হাজারেরও বেশি প্রথম-শ্রেণি এবং লিস্ট-এ রান করেছেন।

পোথাস তার নতুন দায়িত্ব সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলে প্রতিশ্রুতি দিতে পেরে আমি সম্মানিত। বাংলাদেশের মধ্য দিয়ে প্রতিভার গভীরতা এবং বিন্যাস ব্যতিক্রমী। আমি বিশ্বাস করি আমাদের সামনে কিছু রোমাঞ্চকর বছর রয়েছে।’

—-ইউএনবি