অনলাইন ডেস্ক :
৪০ দিনের বিরতি শেষে প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্ব শুরু হয়েছে শুক্রবার। শুরুর দিনে ছয়বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে। প্রথমার্ধের দুই গোলে আকাশি-নীল জার্সিধারীরা হারিয়েছে ফর্টিস এফসিকে। কলিনদ্রেসের পর পিটার নোরাহর লক্ষ্যভেদে আবাহনী ২-০ গোলে হারায় নবাগত দলকে। এর আগে প্রথম পর্বের খেলা ১-১ গোলে ড্র ছিল। শুক্রবার রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটে আবাহনী প্রথম সুযোগ পায়। বক্সের বাইরে থেকে কলিনদ্রেসের জোরালো শট গোলকিপার বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। ৯ মিনিটে তার দারুণ গোলে এগিয়ে যায় আবাহনী। বক্সের বাইরে থেকে কোস্টারিকার ফরোয়ার্ডের জোরালো শট জড়িয়ে যায় জালে। ১৩ মিনিটে আবাহনী ব্যবধান দ্বিগুণ করে নোরাহর সৌজন্যে। নাইজেরিয়ান ফরোয়ার্ড একাই নৈপুণ্য দেখিয়ে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে বাঁপায়ে অনেকটা সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন। ২১ মিনিটে মেহেদী হাসান বক্সে ঢুকে গোলকিপারের ওপর দিয়ে লক্ষ্যভেদ করার চেষ্টা করলেও সফল হতে পারেননি। গোলকিপার হাত দিয়ে কোনোমতে প্রতিহত করেন। দুই গোলে পিছিয়ে থেকে ফর্টিস চেষ্টা করেছে ম্যাচে ফেরার। কিন্তু সফল হতে পারেনি। বিরতির পরও দুইদল খেলেছে। তবে আবাহনীকে আগের দুই গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। আর নবাগতরা পারেনি একটি গোলও শোধ দিতে। আবাহনী ১১ ম্যাচে সপ্তম জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ফর্টিস তৃতীয় হারে আগের ১২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি