নিজস্ব প্রতিবেদক, রংপুর :
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান রংপুর-জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আয়োজন করা হয় । গতকাল রোববার সকালে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, এমপি।
রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), মোঃ আবু জাফর, পুলিশ সুপার, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্, প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, রংপুর জেলায় কর্মরত ২৯ জন সাংবাদিককে ১০,০০০ টাকা করে মোট ২,৯০,০০০ টাকা করোনাকালীন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
আরও পড়ুন
রংপুর অঞ্চলের জনজীবন একেবারে বিপর্যস্ত
৩৩ লাখ টাকার কাজে ২৬ লাখ টাকা দুর্নীতি
পাবনায় বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ