বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রা নির্বিঘ্ন ও আরামদায়ক করতে শুক্রবার (১৪ এপ্রিল) থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে।
মঙ্গলবার বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এই বিশেষ সেবা চলবে।
গত ৯ এপ্রিল থেকে মতিঝিল, জোয়ারশহর, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাঢ়া) থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
ঢাকা-খুলনা, দাউদকান্দি, ডামুড্যা, দিনাজপুর, রংপুর ও নেত্রকোনা রুটের টিকিট পাওয়া যাবে মতিঝিল বাস ডিপো থেকে।
যাত্রীরা কল্যাণপুর ডিপো থেকে ঢাকা-রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, কুষ্টিয়া, রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও ও দিনাজপুর রুটে বিআরটিসির টিকেট নিতে পারবেন।
ঢাকা-ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল, দশমিনা, আরিচা, রংপুর, দিনাজপুর, আরিচা, পাটুরিয়া ও যশোর রুটের বাসের টিকিট গাবতলী ডিপো থেকে এবং ঢাকা-পয়শার হাট, বিশ্বরোড-পাঁচদোনা, রংপুর, নওগাঁ, জয়পুরহাট, টাঙ্গাইল, ময়মনসিংহ ও বগুড়া রুটের টিকিট জোয়ারশহর বাস ডিপো থেকে কেনা যাবে।
ঢাকা-বরিশাল, রংপুর, কুষ্টিয়া, বগুড়া, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও নওগাঁ রুটে ভ্রমণের জন্য মিরপুর বাস ডিপো থেকে এবং ঢাকা-শরীয়তপুর, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, বগুড়া ও নওগাঁ রুটের টিকিট মোহাম্মদপুর বাস ডিপো থেকে পাওয়া যাবে।
গাজীপুর বাস ডিপো থেকে বিশ্বরোড-পাঁচদোনা, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম রুটের টিকিট এবং যাত্রাবাড়ী বাস ডিপো থেকে ঢাকা-রংপুর, শরীয়তপুর রুটের টিকিট পাওয়া যাবে।
ঢাকা-গোসাইরহাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও পাবনা রুটের টিকিট পাওয়া যাবে নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে এবং নরসিংদী-মাদারীপুর, চরমুগুরিয়া ও রংপুর রুটের টিকিট পাওয়া যাবে নরসিংদী বাস ডিপো থেকে।
এছাড়া ১৮ এপ্রিল থেকে জরুরি সেবা প্রদানের জন্য বিভিন্ন ডিপো বা টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই থাকবে।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী