Tuesday, April 11th, 2023, 8:04 pm

আইপিএলে মুস্তাফিজকে বসিয়ে রাখা প্রসঙ্গে ওমর সানীর প্রতিবাদ

অনলাইন ডেস্ক :

এবার অভিনেতা ওমর সানী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ওপর যে ঈগলের চোখ রেখেছেন তা গত সোমবারের মন্তব্যে স্পষ্ট হলো। তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এই আয়জনটির ওপর, বিশেষ করে বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে গিয়ে বসিয়ে রাখার তীব্র প্রতিবাদও উঠে এলো ওমর সানীর পোস্টে। গত সোমবার বিকাল ৪টায় ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিনেতা লেখেন, ‘পৃথিবীর এক নম্বর ব্যাটসম্যান হন আর বোলার হন, কোনো লাভ নেই। আইপিএলে তোমাকে বসিয়ে রাখবে ৯০ শতাংশ। এটা ওদের অহংকার যে, বাঙালিদের আমরা বসিয়ে রাখছি। নিজের দল হারবে তারপরও আমাদের প্লেয়ার নামাবে না।’ ওমর সানী যে ক্রিকেটের দীর্ঘ সময়ের ভক্ত সে কথাও জানালেন। খেলা দেখার এই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আজকে থেকে তো আর খেলা দেখি না। সেই ইমরান খান, জাবেদ মিয়াঁদাদ, সুনীল গাভাস্কার, কাপিল দেব, অ্যালান বর্ডার, মার্শাল, লারা, শচীন টেন্ডুলকার, আরও অনেক। ক্ষুদ্র অভিজ্ঞতা।’