মাগুরা সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টায় মাগুরা-যশোর সড়কের জাগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুশান্ত শিকদার (৬০) সদর উপজেলার জগদল ইউনিয়নের জাগলা গ্রামের শিকদার পাড়ার জীতেন শিকদারের ছেলে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জব্বারুল ইসলাম জানান, সুশান্ত শিকদার সকালে জাগলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয় পথিমধ্যে যশোরগামী একটা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ওই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল। এখানে চিকিৎসা নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিলুপ্ত পথে খেজুর গাছ ও রস!
প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন
রংপুরে নবানযোগ্য জ্বালানি প্রচারণা অনুষ্ঠিত