January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 23rd, 2021, 7:17 pm

৬ হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিডফোর্ড হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতালসহ ছয়টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হাসপাতালগুলো হলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর, রেলওয়ে জেনারেল হাসপাতাল, কমলাপুর, ঢাকা, আমিন বাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ঢাকা, লালকুঠি হাসপাতাল, মিরপুর, ঢাকা ও কামরাঙ্গীচর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ঢাকা।