অনলাইন ডেস্ক:
এর আগেও অনলাইনে ফাঁস হয়েছে বিভিন্ন চলচ্চিত্র। আর এবার কবলে পড়লো চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’র ট্রেলার। রোববার ট্রেলারটি অনলাইনে ফাঁস হতেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। ইউটিউব থেকে শুরু করে অন্যান্য নেটমাধ্যমে দেদারসে শেয়ার হতে থাকে ভিডিওটি। ব্যাপারটা ছবির অন্যতম প্রযোজক সনি কর্তৃপক্ষের নজরে আসতেই দ্রুতগতিতে মাঠে নেমেছে তারা। জানা যায়, কপিরাইট চুক্তির আওতায় সেই ভিডিও নেটপাড়া থেকে মুছে দেওয়ার কাজ শুরু করেছে। তবে তার আগেই ছবির ফুটেজসমৃদ্ধ ট্রেলারটি কোটি কোটি দর্শক দেখে ফেলেছেন। এটি দেখে আন্দাজ করা যায়, ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন ছবি। যদিও ট্রেলারের সেই ভিডিও বেশ ঝাপসা; তবুও তাতেই বেজায় খুশি ভক্তরা। জানিয়ে রাখা ভালো, এই ছবিতে স্পাইডার ম্যানের ভূমিকার ফের আসছেন টম হল্যান্ড ও এম জের চরিত্রে জেন্ডইয়া। জোর গুঞ্জন আছে, টম হল্যান্ডের আগে যে দুই তারকা ‘স্পাইডার ম্যান’ হিসেবে বড় পর্দায় হাজির হয়েছিলেন; সেই টোবি ম্যাকগুয়ের ও অ্যান্ড্রু গারফিল্ডকেও দেখা যাবে এই ছবিতে। সিনেমাটি পরিচালনা করছেন জন ওয়াটস। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
এবার ‘তদন্ত কর্মকর্তা’ হয়ে সিনেমা হলে মোশাররফ করিম